দ্বন্দ্ব সমাস কি? দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ
দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ
দ্বন্দ্ব সমাস কি?
বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল সমাস। সমাসের পরিধি বেশ বড়। তাহলে, দ্বন্দ্ব সমাস কি? বা দ্বন্দ্ব সমাস কাকে বলে?
দ্বন্দ্ব সমাস হল সমাসে খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। বাংলা ব্যাকরণে ৬ প্রকার সমাস রয়েছে। তাদের মধ্যে একটি হল দ্বন্দ্ব সমাস।
দ্বন্দ্ব সমাস কাকে বলে?
যে সকল সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে সেগুলোকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসে পর্বপদ এবং পরপদের সম্বন্ধ বুঝাতে ব্যাসবাক্যে “ও , এবং, আর” এই তিনটি অব্যয় পদ ব্যবহৃত হয়।
যেমন – ভাই ও বোন = ভাইবোন,
মাতা ও পিতা = মাতাপিতা।
দ্বন্দ্ব সমাস কত প্রকার? দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ
বাংলা ব্যাকরণে দ্বন্দ্ব সমাস নানা প্রকার হতে থাকে। প্রধান প্রধান দ্বন্দ্ব সমাস গুলো হলো –
- মিলনার্থক দ্বন্দ্ব (মাসি ও পিসি = মাসি-পিসি)
- সমার্থক দ্বন্দ্ব (হাট ও বাজার = হাট- বাজার)
- বিরোধার্থক দ্বন্দ্ব ( দা ও কুমড়া = দা -কুমড়া)
- অলুক দ্বন্দ্ব ( দেশে ও বিদেশে = দেশে-বিদেশে)
- ইত্যাদি অর্থে দ্বন্দ্ব (কাপড় ও চোপড় = কাপড়-চোপড়)
- বহুপদী দ্বন্দ্ব (বই, খাতা ও কলম = বই- খাতা- কলম)
নিচে ছক আকারে সমাস গঠনের পদ্বতি দেয়া হলঃ
সমস্তপদ |
বাসবাক্য |
সমাসের নাম |
দম্পত্তি | জায়া ও পতি |
দ্বন্দ্ব |
ভাইবোন | ভাই ও বোন | |
মা-বাবা | মা ও বাবা | |
দা-কুমড়া | দা ও কুমড়া | |
অহিনকুল | অহি ও নকুল | |
জমা-খরচ | জমা ও খরচ | |
হাট-বাজার | হাট ও বাজার | |
দুধে-ভাতে | দুধে ও ভাতে | অলুক দ্বন্দ্ব |
ঘরে বাইরে | ঘরে ও বাহিরে | |
আমরা | আমি, তুমি ও সে |
আরো পড়ুন
ধ্বনি কাকে বলে? ধ্বনি কত প্রকার?
পদ কাকে বলে? পদ কত প্রকার? এবং পদের প্রকারভেদ
বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক?
2 Comments